বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

ভারতীয় পণ্য বর্জনের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্টের

Netrokona
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ Time View

ভারতীয় পণ্য বর্জনের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্টে

সনাতন ধর্মের নাম ভাঙিয়ে দেশে বিশৃঙ্খলা ও ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টায় ভারত অবৈধ হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্ট ফেনী জেলা শাখা। এর প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে সংগঠনটি।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় জয়কালী মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ট্রাংক রোড, বড় মসজিদ, প্রেসক্লাব প্রদক্ষিণ করে খেজুর চত্বরে সমাবেশে মিলিত হয়।
সামবেশে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্ট ফেনী জেলা সভাপতি জীবন কৃষ্ণ দে বলেন, ‘৫ আগস্টের পর ফেনীতে সনাতন ধর্মের কোনও ব্যক্তির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়নি। যারা আওয়ামী লীগ করে, মানুষের প্রতি অন্যায়-অত্যাচার করেছে, তাদের দায় সনাতন ধর্মের মানুষ নেবে না।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জ্ঞান শর্মা বলেন, সনাতন ধর্মের নাম ভাঙিয়ে ভারত অবৈধভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ওপর হস্তক্ষেপ করছে। এটি আমরা মেনে নেবো না। এর প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বয়কট করবো।

প্রতিবাদ মিছিলে আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক টুটুল চন্দ্র নাথ।

Please Share This Post in Your Social Media

One thought on "ভারতীয় পণ্য বর্জনের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্টের"

  1. MFR Vision says:

    Very good

Leave a Reply to MFR Vision Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Netrokona.live
Developed by: FAZLY RABBY
Tuhin