রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

গৌরীপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১২৩ Time View
গৌরীপুরে পিকআপ- সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত
গৌরীপুরে পিকআপ- সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

ময়মনসিংহের গৌরীপুর-শাহগঞ্জ সড়কে অচিন্তপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শেফালী (২৩) নামে এক নারী নিহত হয়েছে। তিনি হালুয়াঘাট উপজেলার জুয়েল মিয়ার মেয়ে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

এঘটনায় আহত হয়েছেন পাঁচজন, আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেলো, দুপুর সাড়ে ১২ টায় পথচারীরা আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে নিয়ে আসেন, কিছুক্ষণ পর শেফালী মারা যান। আহতরা হলেন- নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সেলিম (৩৫), রিয়েল (১৮), দূর্গাপুর উপজেলার শামীম (৩০), রেহানা (২২) ও গৌরীপুর উপজেলার কোণাপাড়া গ্রামের অন্তর (২১)। সেলিম ও অন্তরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী অতিন্তপুর গ্রামের এনামুল হক জানান- তিনি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় দেখতে পান, গৌরীপুর থেকে ছেড়ে আসা সিএনজিটি একটি ব্যাটারী চালিত অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করলে শাহগঞ্জ থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজিটি উল্টে দুমড়েমুচড়ে যায় ও যাত্রীরা সড়কে লুটিয়ে পড়েন। অটোরিকশার যাত্রীরাও আহত হন। পথচারীদের সহযোগিতায় তিনি তাদের গৌরীপুর হাসপাতালে নিয়ে আসেন।

গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রাজেন্দ্র দেবনাথ জানান- হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর শেফালী মারা যান। সেলিম ও অন্তরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা এখানে চিকিৎসাধীন আছেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান- সিএনজিটি অটোরিকশাকে ওভারটেক করতে চাইলে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পিকআপ, সিএনজি ও অটোরিকশা আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

হাসপাতালে আহতদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে পুলিশ ও তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। এব্যাপারে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © Netrokona.live
Developed by: FAZLY RABBY
Tuhin